Saturday, October 27, 2012

খিড়কীর সিঁড়ি

আমার সেই খিড়কীর সিঁড়ির বিকেলগুলো,
আর ছাদের পাঁচিল-ধারের সন্ধ্যেরা
এখনও জানেনা ,তাদের প্রয়োজন ফুরিয়েছে।
জানি সেই গোধূলি লগ্নে তুই 
হিসেবের কড়ি বুঝে নিবি, আমি তো তখন
নাম-ঠিকানা খুইয়ে তোর খুঁটে বাঁধা!
কখন যেন ইএমআই-এর মার্বেল মেঝে 
ধুলোমুঠি হয়ে গেল, আর ঠাঁই-নাড়া আমি
জানলাম, আমার কোনো ঠিকানা 
নেই, কখনও ছিল না।
খিড়কীর সিঁড়িটাও আমার নয় মোটেই, 
বিকেল আর সন্ধ্যেগুলো 
আসলে তোর একার।  


Wednesday, October 10, 2012

Cyborgs

Cyborgs, clones of each other, plod around
shouldering excess baggage of drab drudgery.
Wired earplugs pour blaring longitudinal waves in their head.
Air-conditioned caskets creep through clogged arteries
to deliver the refrigerated mind, body and soul to destiny.

Talisman around my neck holds the entry code to mortuary.
Zombie in my head, I know not when I breathed my last.

গান্ধী জয়ন্তী

আইবুড়ো মেয়ের মায়ের গান্ধী জয়ন্তী

"ওরে আজ আর বেলা অব্দি ঘুমিয়ে থাকিস না। অফিসের ঠেলায় নিজের চেহারার দিকে তো তাকাস না, এই মেয়ের আমি বিয়ে দেব কি করে? ওরে ওঠ, আজ চুলে তেল দিবি, আর মুখে ফেস প্যাক..."

কচি নেতার গান্ধী জয়ন্তী 

নেতা : হ্যালো .. হ্যালো .. বন্ধুগণ, আজকের দিনে আমাদের জাতীয় বাবা ..
চ্যালা : (চাপা স্বরে ) দাদা, ওটা জাতির জনক হবে!
নেতা : আরে ওই হলো .. বন্ধুগণ, আজকের দিনে জাতির জনক গান্ধীজি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন ..
চ্যালা : দাদা, বলেন কি! আজ তো জন্মদিবস!
নেতা : আগে বলতে পারিস না? যাক গে .. বন্ধুগণ, আজ, গান্ধীজি, যিনি স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছিলেন, তেনার জন্মদিন ..
চ্যালা : না না উনি তো অহিংসা ...
নেতা : ধুত্তেরি .. তবে তুই বক্তিমে দে, আমি চললাম!


রকবাজের গান্ধী জয়ন্তী

রকবাজ ১ - এই চল, বাওয়াল করি!
রকবাজ ২ - ইস্‌স্‌!! লেবু জল খেয়ে বাওয়াল করো গে .. ড্রাই ডে-তে বাওয়াল দিতে হলে আগের দিন মাল যোগাড় করে রাখতে হয়, জানিস না? যত্তসব!


প্রবাসী প্রেমিকের গান্ধী জয়ন্তী  

"আজ একবার ভিডিও চ্যাট করবে? কতদিন তোমায় দেখি না।" (এক্ষেত্রে প্রেমিকার উত্তর সাধারনতঃ "হুম্‌ম্‌" অথবা "যত ঢং!" জাতীয় সংক্ষিপ্ত বাক্যে সীমিত থাকে।)


মালতীর মায়ের গান্ধী জয়ন্তী 


- ও দিদি, আজ আপিস গেলে না?
- আজ তো গান্ধীজির জন্মদিন, তাই অফিস ছুটি।
- সে কে গো দিদি?
- সে কি? মহাত্মা গান্ধী কে জানো না? টাকার উপর যার ছবি ছাপানো থাকে, তিনিই গান্ধীজি।
- ও মা তাই বুঝি? সব টাকায় ছবি ছাপানো , নিশ্চই খুব বড়লোক, নয় গো?



Vaishnav Jan To Tene Kahiye Je
Peed Parayi Jaane Re
Par Dukkhe Upkaar Kare Toye
Man Abhimaan Na Aane Re

(One who is a vaishnav, knows the pain of others. He does good to those who are in misery, and does not let pride enter his mind.)