Thursday, January 3, 2013

নেই শহর

এই শহরে ধর্ষিতা নেই।
পেশাগত বচসা আছে, পারিবারিক বিবাদ আছে,
ধর্ষিতা নেই।
মিছিল আছে, মোমবাতি আছে, মোসাহেব আছে,
মেরুদন্ড নেই।
কবির প্রেমে ছন্দ মিলুক, তর্ক চলুক অর্থনীতির,
রিমেক-গীতির, টেগোর-প্রীতির।
মোহনবাগান, কাজের যোগান,
ভিন প্রদেশের পাথর খাদান,
শ্রেনীশত্রু নিপাত যাক!
এখানে কোথাও শত্রুতা নেই।

নেই শহরে ধর্ষিতা নেই,
স্বার্থ-লাঙ্গলে কর্ষিতা নেই,
বঞ্চনা নেই, লাঞ্ছনা নেই,
আমার ভুলের মার্জনা নেই।